ছাগলনাইয়ায় বিভিন্ন অপরাধে ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্ট ও ডাক বাংলো রোডে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাহিদা আক্তার তানিয়া অভিযান পরিচালনা করেন। পূর্বে জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করে পণ্য বিক্রি করায়, কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় ৬ ব্যবসায়ী ও ব্যক্তিকে ৪হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।