বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং         ১১:৪৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় জানুয়ারি মাসের বেতন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রাথমিকের ৪৭৮ জন শিক্ষক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় জানুয়ারি মাসের বেতন নিয়ে  অনিশ্চয়তার মধ্যে রয়েছে উপজেলার ৭৮টি সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের  ৪৭৪ জন শিক্ষক ।অপরদিকে প্রাথমিক বিদ্যালয় এর পিয়নেরা ডিসেম্বর মাসের বেতনও পায় নাই । জানা যায়,  ২০২০ সালের  ডিসেম্বর মাসের ২৯ তারিখে ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন অবসরে যান। ঔই দিনই সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহ অালম ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ৩১ 


    জানুয়ারির মধ্যেও  উপজেলা হিসাব রক্ষণ অফিসে শিক্ষকদের টাকা জমা হয় নাই বলে জানা যায়। ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণের পর থেকে সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহ অালমকে শিক্ষা অধিদপ্তর থেকে অার্থিক দেনদেনের ক্ষমতা না দেয়ার এসমস্যা হচ্ছে। বেতন ছাড়া ও অারো বিভিন্ন ধরনের বিল ও  অাটকা পড়ে অাছে । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, প্রতি মাসের ১ তারিখের মধ্যে বিগত মাসের বেতন স্ব স্ব  শিক্ষকের একাউন্টে জমা হয়। কিন্তু  এমাসে বেতন পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চঢতা রয়েছেন তারা । উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শাহ অালম জানান, সহসাই এ সমস্যার সমাধান হয়ে যাবে। জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার নুর ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে। অাশাকরি দু'একদিনের মধ্যে অনুমতি পাওয়া যাবে।




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.