শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং         ০২:৩৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ট্রাস্কফোর্সের অভিযানে বিদেশী মুদ্রাসহ আটক -২


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় বিদেশী মুদ্রা,  প্রসাধনী সামগ্রীসহ  দু' ব্যবসায়িকে আটক করেছে  জেলা ট্রাস্কফোর্স। জেলা প্রশাসনের সহকারি কমিশনার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে রবিবার (১১ এপ্রিল)  ছাগলনাইয় বাজারের জনি স্টোর ও ডুবাই কালেকশনে অভিযান পরিচালনা করা হয় । দু'ঘন্টাব্যাপী অভিযানে জেলা প্রশাসন, বিজিবি, ছাগলনাইয়া থানা পুুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর অংশ নেয়। এসময় উপস্হিত ছিলেন সহকারি কমিশনার মোঃ শাহিন আলম, বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর ফেনীর পরির্দশক ওমর কুমার সেন, ছাগলনাইয়া থানার উপ পরিদর্শক মোঃ সেলিম। 

     আটকরা হলেন জনি স্টোর  ও দুবাই ফ্যাশনের মালিক তাজুল ইসলাম ও তার ছোট ছেলে জাহিদুল ইসলাম। তাদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হবে জানান এক্সিকিউভিচ ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন। তিনি আরো জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনি স্টোর ও দুবাই কালেকসনে হুন্ডি ব্যবসার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

    অভিযানে কয়েকটি দেশের বিদেশী মুদ্রা ও অধৈধ প্রসাধনী    সামগ্রী জব্দ করা হয়।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.