শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং         ০৮:১৬ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    নানা আয়োজনে সম্পন্ন হয়েছে ছাগলনাইয়া কলেজ রোড ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে  ছাগলনাইয়া কলেজ ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমণ । ৩দিন ব্যাপী এ আনন্দ আয়োজনে ব্যবসায়ীরা নিজেদের মত করে আনন্দ উৎসবে মেতে উঠেন। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) শুরু হয়ে আনন্দ উল্লাস ও বিনোদনের মাধ্যমে আজ রবিবার সফলভাবে সম্পন্ন হয় কলেজ রোড ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমন। বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দভ্রমনে যাওয়ার প্রাক্কালে কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু মুছার সভাপতিত্বে আনন্দ ভ্রমনের উদ্বোধন ঘোষনা করেন ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভূঁঞা তারেক। প্রথমে ছাগলনাইয়া থেকে বাসযোগে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাতেই বে-ওয়ান কুজ জাহাজ যোগে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হন। সেন্টমার্টিনের মায়াভিলা রেস্ট হাউজে উঠে সেখানে ২দিন অবস্থান করেন ব্যবসায়ীরা। এসময় সদস্যদের মাঝে প্রীতি ফুটবল, ভলিবল কুইজ প্রতিযোগীতা ও আকর্ষনীয় র‌্যাফের ড্র-এর আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়।  খেলায় বিভিন্ন সবকটি ইভেন্টে ছাগলনাইয়া সিএনজি


    শো-রুম মালিক সমিতিকে হারিয়ে কলেজ রোড ব্যবসায়ী সমিতির চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। র‌্যাফেল ড্র-এ মোট ৩৪টি পুরস্কারের মধ্যে ১ম থেকে ৩য়সহ মোট ৭টি পুরস্কার অর্জন করেন ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁঞা তারেক। শনিবার বিকেলে ব্যবসায়ীরা সেন্টমার্টিন থেকে বে-ওয়ান কুজ জাহাজ যোগে ফিরে আসেন কক্সবাজারে। কক্সবাজারে এক দিন অবস্থান করে রবিবার ফিরে আসেন আপন নীড়ে। আনন্দভ্রমনে কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু মুছা, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁঞা তারেক, আনন্দ ভ্রমন ২০২০ উদযাপন কমিটির আহবায়ক হাজী শহিদ উল্যাহ, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মজুমদার, মাওলানা আবদুল কাদের মিয়াজী, মেজর( অবঃ) আলমগীর হোসেন,  কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার,  উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ব্যবসায়ী আবদুল মোমিন চৌধুরী, ছাগলনাইয়া সিটি ডিজিটাল ল্যাবের চেয়ারম্যান এনামুল হক,  উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, ছাগলনাইয়া রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক ও ইম্পীরিয়াল স্কুলের সভাপতি নুর হোসেন মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক আবু তাহের বাবুল,  উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হাজী ফয়েজ আহমদ মিয়াজী ছুট্টু, ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, মহি উদ্দিন, মিজানুর রহমান পাটোয়ারী জুয়েল, আবরাউল হোসেন রিয়াদ, কামাল উদ্দিন পারভেজ, নুর নবী, মাওলানা সাহাব উদ্দিন, ও ছাত্রদল নেতা রবিউল ইসলাম শ্যামলসহ প্রায় দেড়শতাদিক ব্যবসায়ী আনন্দভ্রমনে অংশগ্রহন করে আনন্দভ্রমনটিকে প্রাণবন্ত করে তোলে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.