রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ ইং         ১১:১০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনী-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির প্রাথমিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। ৯ নভেম্বর (রবিবার) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য আলাউদ্দিন মোহাম্মদ প্রাথমিক মনোনয়ন পত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করে বলেন আগামী ১৫তারিখ আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

    ইতোমধ্যে এই আসনে বিএনপির বেগম খালেদা জিয়াকে ও জামায়াতে ইসলামী সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিনকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।

    এনসিপির প্রার্থী যোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

    এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন। 

    এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সাথে জড়িত।

    এর আগে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিল দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী।

     এ বিষয়ে আলাউদ্দিন মোহাম্মদ বলেন,  ‘বেগম খালেদা জিয়া যেহেতু বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনেও দলীয় মনোনয়ন পেয়েছেন সেহেতু সেগুলোর একটিতে তারা প্রার্থী দেবেন না।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.