
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে র্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩নারীকে পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিভাবে সাফল্য অর্জনকারী নারী নাছিমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেতে সাফল্য অর্জনকারী শিরীনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য শাহানাজ আক্তার। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।
র্যালি ও আলোচনায় অংশ নেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, থানা ভারপ্রাপ্তকর্মকর্তা শাহীন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ।